Wednesday 4 September 2019

Bangladesh Police Phone Book

এখই ডাউনলোড করে নিন Bangladesh Police Phone Book এপ্লিকেশনটি, বাংলাদেশের সকল থানা, জেলা, র‌্যাব, ফায়ার সারভিস, সকল পুলিশ ইউনিটের সরকারী ফোন নম্বর গুলো এখানে রয়েছে। যা আপনার বিভিন্ন বিপদের সময়ে গুরুত্বেপূর্ন ভুমিমা পালকন করবে।






কারনে অকারনে এসব বিপদে সব সময় নিজের সামর্থে সমাধান করা সম্ভব হয় না। আর দেশের প্রচলিত আইনে আপনার সব সমস্যা সমাধান করার বিধানও নেই। রাষ্ট্রের নিয়ম অনুযায়ী আইনগত ভাবে জনগনের বিপদে সাহায্য করার জন্য রয়েছে বাংলাদেশ পুলিশ বাহিনী। আর পুলিশকে দ্রুত সংবাদ দিতে হলে প্রথম যেটা প্রয়োজন সেটা হলো পুলিশ অফিসারদের মোবাইল নাম্বার। আর সেই প্রয়োজনের কথা বিবেচনা করে বাংলাদেশের সকল ইন্সপেক্টর (ওসি) হইতে আইজিপি (ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ) পদমর্যাদার এবং বাংলাদেশের সকল থানায় সার্বক্ষনিক দায়িত্বে নিয়োজিত ডিউটি অফিসারদের ব্যবহৃত সরকারী নাম্বার সমূহ নিয়ে এই Software টি তৈরি করা। আশা করি আপনাদের অনাকাঙ্খিত বিপদে নম্বরসমূহ কাজে আসবে।

নিম্নলিখিত সংবাদ পুলিশ কে জানাতে Software টি ব্যবহার করুন । বন্ধুদের সাথে পোষ্ট-টি শেয়ার করুন । ডাউনলোড লিঙ্ক